ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে মেহেরপুরের গাংনীতে আয়োজন করা হয় বিজ্ঞান উৎসব।
গাংনী গণিত পরিবার, জাতীয় বিজ্ঞান ও জাতীয় প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আয়োজিত উৎসবে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছয় শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শনিবার(২৪ জুন) সকালে গাংনী মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক একেএম লুৎফুর রহমান সিদ্দিক।
গাংনী গণিত পরিবারের সভাপতি সাইফ হাসান কৌশিকের সভাপতিতে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, গাংনী মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুন ২০২৩

Discussion about this post