তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ১১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ অলি আহমদ(৩২) এবং রুমন মিয়া(২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১লা মে) রাত সোয়া ১১টার সময় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দুই যুবককে আটক করেন।
আটককৃতদের দেহ তল্লাশি করলে অলি আহমদের থেকে ৯৫ পিস এবং রুমন মিয়ার দেহ তল্লাশী করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট (৯৫+২৩)= ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সদর উপজেলার রঘুনন্দপুর এলাকার ছালিক মিয়ার ছেলে অলি আহমদ। অপর আসামি উপজেলার আকবরপুর এর মৌলভী চা বাগানের বাসিন্দা আব্দুল মান্নান এর ছেলে রুমন মিয়া।
এ ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post