ডেস্ক রিপোর্ট: রাজশাহী বিভাগের ৮ জেলার ইমামদের নিয়ে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে।
ইমাম প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে পাঁচ (০৫) দিনব্যাপী উক্ত
কোর্স ৯ মে বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। তিনি সম্মানিত ইমামদেরকে আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়, রাজশাহীর পরিচালক আনিসুজ্জামান সিকদার। সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর উপ-পরিচালক ডা. মোঃ আসেম আলী।
অনুষ্ঠানে ইমাম প্রশিক্ষণ একাডেমির সকল কর্মকর্তা-কর্মচারী ও ১০০ জন সন্মানিত ইমাম উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে ৫৭৩ তম দলের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হয়
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post