মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে মোহনপুর উপজেলার রাজশাহী- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহী ত্রিমোহনী পেট্রোল পাম্প হতে তার মোটর সাইকেলে তেল নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় গরু বহনকারী ভুটভুটি গাড়ির সাথে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গরু বহনকারী ভুটভুটি গাড়িটির চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
নিহত ব্যাক্তি পবা থানার তালগাছি গ্রামের মৃত মিরাজ উদ্দিনের ছেলে সামসুল আলম। বাজাাজ মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নং-রাজশাহী-হ-১৪-০৫৬৪।
এ বিষয়ে মোহনপুর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থল হতে লাশটি উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post