ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ : বৃহত্তর সিলেটের দীর্ঘতম ‘রানীগঞ্জ সেতু’ গত ২৯ অক্টোবর ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিজ উদ্বোধনের পর প্রতিদিন বিকেল, সন্ধ্যায় ব্রিজে মানুষের ভীড় জমে উঠে, এবং ব্রিজে ভাসমান দোকানপাট তৈরি হয়।
রানীগঞ্জ ব্রিজ দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন আসা-যাওয়া করে। দৃষ্টিনন্দন রানীগঞ্জ ব্রিজে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ভীড় জমে উঠে।
বিকেল হলে ব্রিজে মানুষের ভীড়কে কেন্দ্র করে কিছু বখাটের দেখা যায়। বখাটে ছেলেদের কারনে মোটরসাইকেল দূর্ঘটনায় শিকার হচ্ছেন অনেক মানুষ। বখাটেদের কেন্দ্র করে ভাসমান দোকানপাটে যানজট সৃষ্টি হয় অভিযোগ অনেকের। ফলে রানীগঞ্জ ব্রিজ যানজট ও দুর্ঘটনামুক্ত রাখতে তৎপর হয়ে উঠেছে পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রিজে অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ব্রিজে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা যাবেনা। এবং জরুরি প্রয়োজন ছাড়া ব্রিজে যানবাহন আটকানো যাবেনা।
থানা পুলিশের এ কার্যক্রমের ফলে বর্তমানে ব্রিজ যানজট মুক্ত হয়েছে। এতে সচেতন এলাকাবাসী ও পথচারীরা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন।
ওসি মো. মিজানুর রহমান জানান, ভাসমান দোকানপাট ও বখাটেদের কারনে ব্রিজ ও সড়কে দুর্ঘটনা হয়। ব্রিজে অহেতুক গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা যাবে না।
তিনি আরো বলেন, দুর্ঘটনা ও যানজট প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। জগন্নাথপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতানের নেতৃত্বে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা রানীগঞ্জ ব্রিজে প্রতিদিন অভিযান চালিয়ে নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে সেগুলি আটক করা হচ্ছে। ।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post