মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :আগামি ২৫ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঞ্চ মাতাতে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’।
ওইদিন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমন্বিত হল সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে তারা। এই অনুষ্ঠানের ভেন্যু হিসেবে প্রথমে অডিটোরিয়ামকে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু স্থান সংকুলান হওয়া নিয়ে সংশয় থাকায় ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ মাঠে অনুষ্ঠিত হবে এটি। অংশগ্রহণ করতে পারবে সাধারণ শিক্ষার্থীরাও।
সোমবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বিত হল সমাপনী আয়োজন কমিটির প্রচার বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘শিরোনামহীন’ জনপ্রিয় একটা ব্যান্ড। তাদের গান শোনার জন্য হল সমাপনী অনুষ্ঠানের নিবন্ধনকৃত শিক্ষার্থী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও চলে আসতে পারে। সেক্ষেত্রে অডিটোরিয়ামে স্থান সংকুলান না হলে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে।
এটা ভেবেই আমরা আলাপ-আলোচনা করে অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন করেছি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অডিটোরিয়ামের পরিবর্তে ‘সাবাস বাংলাদেশ’ মাঠে আমাদের অনুষ্ঠান করা হবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার পরে শুরু হবে। সাধারণ শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
তিনি আরও বলেন, হল সমাপনী অনুষ্ঠান সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে। এরপর রলি অনুষ্ঠিত হবে। এসময় উপাচার্য, উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন এবং শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এরপর ‘সাবাস বাংলাদেশ’ মাঠে বিকেল সাড়ে তিনটায় শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সবশেষে সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post