মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
রাষ্ট্রপতি মো. সাহাব উদ্দিনের সহধর্মিণী (স্ত্রী) ডা, রেবেকা ইসলাম টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ও মহেড়া জমিদার বাড়ি পরিদর্শন করেছেন।আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাষ্ট্রপতির সহধর্মীনি ও তার সফর সঙ্গীগন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে এসে পৌঁছালে উর্ধ্বতন কর্মকর্তাগন তাদের শুভেচ্ছা জানান।
বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তিনি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার ও মহেড়া জমিদারবাড়ির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
পুলিশ ট্রেনিং সেন্টারের পরিষ্কার পরিচ্ছন্নতা, সেবার মান এবং মহেড়া রাজবাড়ির পুরনো ও ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা দেখে রাষ্ট্রপতির স্ত্রী ডা. রেবেকা ইসলাম প্রশংসা করেন। এটি তার একান্তই ব্যক্তিগত সফর বলে পুলিশ ট্রেনিং সেন্টারের কর্মকর্তাগন জানিয়েছেন।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার (ডিআইজি) মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেন, মির্জাপুর উজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে বঙ্গ ভবনে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির স্ত্রী ডা, রেবেকা ইসলাম যোগ দেন। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেন, তার স্ত্রী ড. আয়েশা হোসেনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীগন তাকে ফুলেল শুভচ্ছো জানান।

Discussion about this post