রূপগঞ্জে হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষিত
রাজধানীর উপকন্ঠের জনপদ রূপগঞ্জ। রূপগঞ্জের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠান একজন মন্ত্রীর মুঠোয় জিম্মি। সেখানে শিক্ষা নিয়ে চলছে নৈরাজ্য কারবার। শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের কমিটি গুলোতে জেঁকে বসেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার পুত্রের শ্বাশুড়িকে সভাপতি করা হয়েছে। যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানহীন শিক্ষকরা ঢুকে পড়ছে।
এখানেই শেষ নয়, ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গুলো ঘরোয়া হওয়ায় যেমন চলছে নিয়োগ বাণিজ্য তেমনিভাবেই লোপাট হয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠানের তহবিল। এর সাথে মানোন্নয়নে মন্থরগতি আর দলীয় কুপ্রভাব তো আছেই।
জানা গেছে রূপগঞ্জের অর্ধেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রধান হয়েছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। শুধু তাই নয় নিয়ম বহির্ভুতভাবে যোগ্যদের বাদ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের প্রধান করা হয়েছে তার ছেলে গাজী গোলাম মতুর্জা পাপ্পা, গাজী গোলাম আসরিয়া বাপ্পী, স্ত্রী হাসিনা গাজীকে। অবাক করার মতো ব্যাপার হলো এই যে, তার পুত্রের শ্বাশুড়িকেও একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে।
জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ৪০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ২০টি মাদ্রাসা ও ৫টি কলেজের মধ্যে স্থানীয় সাংসদ, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার কাছের ব্যক্তিদের ক্রীড়া আর সহকারী শিক্ষকদের প্রধান করেছেন তিনি। যার ফলে তারা পাঠদানের চেয়ে দলীয় কর্মসূচীতেই বেশি ব্যাস্ত থাকেন।
২০১৬ সালে হাইকোর্টের দেয়া রায় অনুসারে স্থানীয় সাংসদ, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি হতে পারবেন না।
২০০৯ সালে প্রণীত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৫(২) ও ৫০ বিধি অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। যার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এমপিদের দায়িত্ব পালন এবং গভর্নিং বডির বিশেষ কমিটিতে তারা থাকতে পারবেন না বলে সে রায়ে বলা হয়েছে।
আর রূপগঞ্জের এমপি এসব রায় ও বিধান অমান্য করে তিনি নিজে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন। এর পাশাপাশি প্রায় সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানেই তার আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অনুসারীদের রেখেছেন। এ অবস্থায় রূপগঞ্জের শিক্ষার মান তলানীতে গিয়ে ঠেকেছে। এসব কারনে ভেঙ্গে পড়েছে সেখানকার শিক্ষা ব্যবস্থা।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৫,২০২৩//

Discussion about this post