খুলনার ডুমুরিয়া উপজেলায় ভোটকেন্দ্র ভেবে দুর্বৃত্তরা একটি স্কুলে আগুন দিয়েছে । এতে বিদ্যালয়ের একটি কক্ষের দরজা পুড়ে গেছে। এছাড়াও রূপসা উপজেলার একটি ভোটকেন্দ্রে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৃথক এ দুইটি ঘটনা ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ভোট কেন্দ্র ভেবে অগ্নিসংযোগ করে। এতে বিদ্যালয়ের লাইব্রেরীর একটি কক্ষ পুড়ে যায়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান বলেন, ভোটকেন্দ্র নয়, স্কুলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, অগ্নিকাণ্ডে বিদ্যালয়টির বারান্দায় আগুন দিয়েছে। এতে দরজা, জানালায় আগুনের ধোয়ার ফুলকিতে সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে। তবে বিদ্যালয়টি ভোটকেন্দ্র নয়।
অপরদিকে শুক্রবার রাতে খুলনা রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে নৈশ প্রহরীর ডাক চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর জানান, দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। একটি কাপড়ে আগুন দিয়ে বিদ্যালয়ের দিকে ছুড়ে মেরেছিল। তবে তাৎক্ষণিক বুঝতে পারায় কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৬,২০২৪//

Discussion about this post