মনিরুজ্জামান জুলেট, (সাতক্ষীরা): সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার রমজানগর গ্রাম থেকে ১১টা গাঁজা গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার ১১ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত হলেন উপজেলার রমজানগর ইউনিয়নের রমজাননগর গ্রামের মৃত দুল্লাব গাজীর ছেলে আজিবর গাজী(৪০)
মঙ্গলবার ১২ এপ্রিল আজিবরের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্রে জানা যায়, রমজানগর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১১টা গাঁজা গাছ সহ আজিবার গাজীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আজিবর গাজীর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post