সাথী, রাজবাড়ী প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গোল্ড মেডেল পেলেন বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আতিয়ার রহমান আতিক।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার কাকরাইলে ইনিস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আতিয়ার রহমান আতিকসহ ৩৩ গুণীজনকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল ২০২২’ প্রদান করা হয়।
স্বীকৃতি স্বরুপ গোল্ড মেডেল তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, শ্রম আপিল ট্রাইবুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম ফারুক, ‘বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন’ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মোঃ আবু তারিক। এসময় রেজাউল করিম রিপনের সঞ্চালনায় বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ সম্পর্কে স্মৃতিচারণ করেন তার ছেলে সৈয়দ মার্গুব মোর্শেদ।
এর আগে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন সাংবাদিক আতিয়ার রহমান আতিককে সম্মাননা প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post