নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সত্য-মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতা হতে হবে পুরোটাই সত্য।
আজ রবিবার সন্ধ্যায় (২৩ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়ার দিশা মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন সাংবাদিক স্বাধীনভাবে কাজ করবে, কারণ এটা তার পেশা।আর পেশাদার সাংবাদিক কারো কাছে মাথা নত করেনা। আংশিক সত্য বলে কোন সংবাদ হয়না। সংবাদ হতে হয় পুরো সত্য।
কাদের গনি চৌধুরী বলেন, গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশে সাংবাদিকতা বলতে কিছুই ছিল না। সাংবাদিকরা সত্য তুলে ধরতে পারেননি।এখন আয়না ঘরের জনক ও ফ্যাসিবাদের দোসরা পালিয়ে যাওয়ায় শুদ্ধ সত্য সাংবাদিকতা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা আংশিক সত্য নয়, পুরোটা সত্য লিখব।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও দপ্তর সম্পাদক আবু বক্কর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক শামীম উল হাসান অপু।

Discussion about this post