শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন কে হয়রানি মূলক সাবেক ছাত্রদল ও বিএনপি নেতার মিথ্যা ডিজিটাল মামলা দায়েরের প্রতিবাদে আজ সোমবার জেলা সদরের মিশনমোড়ে জেলায় কর্মরত সকল সংবাদ কর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
জানা গেছে, প্রেসক্লাব লালমনিরহাটের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও বাসস এর জেলা প্রতিনিদি সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনের বিরুদ্ধে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বিএনপি পন্থী ১টি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধি একেএম মইনুল হক মইন ও সাবেক ছাত্র দলের কথিত নেতা তন্ময় আহম্মেদ নয়ন। মামলা দুইটি ডিজিটাল ট্রাইবুনালে দায়ের করে। বর্তমানে সদর ও কালীগঞ্জ থানা পুলিশ তদন্ত করছে। এদিকে প্রভাবশালী মহল নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা মনগড়া অভিযোগ করায় বাসস ও জনকন্ঠ হতে চাকরিচ্যুত হয় সাংবাদিক শাহীন। চাকরি ফেরত পেতে ও ডিজিটাল আইনের মামলা হতে অব্যহ্নতি পেতে প্রধানমন্ত্রী হস্তেক্ষেপ কামনা করছে জেলায় কর্মরত সাংবাদিক গণ।
আজ সোমবার (১০ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে প্রেসক্লাব লালমনিরহাট, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখা, লালমনিরহাট ও টেলিভিশন সাংবাদিক ফোরাম জেলা শাখা, লালমনিরহাট এর যৌথ উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কে স্মারকলিপি দেয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন টেলিভিশন সাংবাদিক ফোরাম জেলা শাখার সভাপতি সাংবাদিক মিলন পাটোয়ারী ( চ্যানেল ২৪), বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি শাহজাহান সাজু, টেলিভিশন সাংবাদিক ফোরাম লালমনিরহাটের সাধারণ সম্পাদক একেএম মাজহারুল ইসলাম বিপু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আহমেদুর রহমান মুকুল, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ ও বাসস এর সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন প্রমুখ।
এ সময় প্রেসক্লাব লালমনিরহাট, বাংলাদেশ প্রেসক্লাব জেলা শাখা লালমনিরহাট ও টেলিভিশন সাংবাদিক ফোরাম লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post