নওগাঁর সাপাহারে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের লক্ষে ওই মেলা অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা খাতুন, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//১৪ জুন-২০২২//

Discussion about this post