সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার নাসিক ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা হলো- মো. খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী মো. রিপন মিয়া (৩৫)। খোকন মোল্লা ওই ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই।
পুলিশ জানায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান ও এ এসআই ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোদনাইল মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে দুইশত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত খোকন মোল্লা সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মৃত হেলাল উদ্দিন মোল্লার ছেলে ও রিপন মিয়া গোদনাইল মধুঘর এলাকার ইদ্রিস আলীর ছেলে।
পুলিশের দাবি,খোকন মোল্লা এলাকার চিহিৃত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post