সিলেট অফিস: সিলেট নগরীর মানিকপীরের টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুন) বেলা দেড়টার দিকে সিলেট নগরের মানিকপীর কবরস্থানের অভ্যন্তরে টিলার রেলিংয়ের পাশে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
এসময় নিহতের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি ও পাঠাও কুরিয়ার সার্ভিসের একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক আবুল হাসান সাবিল সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। সাবিল মহানগরের সাপ্লাই এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে সিলেট নগরীর মানিকপীর কবরস্থানের টিলায় ওঠার সিঁড়ির পাশে এক যুবকের লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ।
পরে বৃহস্পতিবার দুপুরে গিয়ে উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ছুরি দিয়েই ওই যুবককে খুন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হওয়া যুবকের লাশ মানিকপীর কবরস্থানের অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। নিহতের বুকে একটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, কুরিয়ার সার্ভিসের প্যাকেটর সূত্র ধরে নিহত এবং হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৬ জুন ২০২৪

Discussion about this post