সিলেট অফিস :মালয়েশিয়ার পর্যটনশিল্পকে বাংলাদেশের কাছে তুলে ধরছে টুরিজম মালয়েশিয়া সংস্থাটি। ২১ থেকে ২৫ মে পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ বেশ কয়েকটি শহরে ক্যাম্পেইন আয়োজন করে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় মালয়েশিয়ার পর্যটনশিল্প প্রচারের উদ্দেশ্যে সিলেট শহরের গ্র্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্টে ‘রোড শো টু বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন আয়োজন করে টুরিজম মালয়েশিয়া। দিনব্যাপী এ ক্যাম্পেইনে তাদের শিক্ষা এবং চিকিৎসাসেবার বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
ক্যাম্পেইনে ভিডিও কনফারেন্সে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাসনা হাসিম বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক দীর্ঘসময়ের। বাংলাদেশের মানুষকে বলতে চাই, মালয়েশিয়া শুধু সুন্দর একটি দেশই নয়, আমাদের রয়েছে উন্নত শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা। আমি আহ্বান করছি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশে আপনাদের ভ্রমণ করতে, যেন পর্যটনের পাশাপাশি চিকিৎসাসেবারও নতুন সুযোগ উন্মুক্ত হয়।’
সংস্থার মহাপরিচালক দাতো ড. আম্মার আবদুল ঘাপার বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কেট এবং তাই এ অঞ্চলে আমাদের উপস্থিতি জোরদার করতে এবং পর্যটন খাতে জড়িতদের সঙ্গে কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
অনন্য ভ্রমণ অভিজ্ঞতা এবং পর্যটকদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মেলাতে মালয়েশিয়া বিভিন্ন ধরনের আকর্ষণীয় স্থান ও পণ্যকে বৈচিত্র্যময় করে তুলেছে। মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে আরও বেশি পর্যটককে আকৃষ্ট করতে চিকিৎসা, শিক্ষামূলক এবং ইকোটুরিজমকেও প্রচার করতে সচেষ্ট হয় এই ক্যাম্পেইনে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post