শাহ্ আলম ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) : ওমরাহ হজ করতে সৌদি আরবে যান স্বামী-স্ত্রী। সেখানে অবস্থানের এক দিন পর হোটেল থেকে নিখোঁজ হন স্বামী। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পাগলপ্রায় স্ত্রী মনোয়ারা বেগম এক সপ্তাহ পর গত রবিবার দেশে ফিরেছেন।
নিখোঁজ হওয়া ব্যক্তি হলেন মো. সাহেব আলী। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে নতুনবাজার মহল্লার মৃত হোসেন আলী মণ্ডলের ছেলে। পবিত্র হজ পালনের জন্য তিনি এসভি-৮০৯ নম্বর বিমানে গত ২০ আগস্ট সৌদি আরবে গিয়ে পৌঁছান। পরদিন ফজরের নামাজ শেষে মানার আল খায়ের হোটেলের নবম তলার ৯০৫ নম্বর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন।
এরপর দুপুর ১২টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন হাজীদের তত্ত্বাবধায়ক গৌরীপুর বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম। তিনি জানান, দুপুরের পরে নিখোঁজ হন তিনি। তাৎক্ষণিক সৌদির হজ ক্যাম্প, হজ মিশনে অভিযোগ করা হয়।
স্থানীয় সব থানায় এসংক্রান্ত তথ্য প্রদান করে সন্ধান চাওয়া হয়। এ ছাড়া আশপাশের সব হাসপাতালসহ বিভিন্ন স্থানে আমরা তাঁর সন্ধানে খোঁজখবর নেওয়া হয়।
এদিকে তাঁর সন্ধান চেয়ে ঢাকায় হজ অফিসের পরিচালক বরাবরে গত ২৮ আগস্ট বাবার সন্ধান চেয়ে আবেদন করেছেন তাঁর ছেলে মনিরুজ্জামান। তিনি জানান, তাঁর বাবা গৌরীপুর ইউনিয়ন সিধলা ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা হিসেবে অবসরে যান। মা-বাবা উভয়েই ওমরাহ হজ পালনের জন্য আল আসকা হাজী গ্রুপের মাধ্যমে স্থানীয় পথপ্রদর্শক মাওলানা মো. মোস্তাকিমের সঙ্গে সৌদি আরবে যান।
সেখানে গিয়ে গত ২১ আগস্ট থেকে তার বাবাকে খুঁজে পাওয়া যায়নি। মা দেশে ফিরে এসেছেন গত রবিবার। স্বামীর শোকে তিনিও চিন্তিত ও অসুস্থ হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন।

Discussion about this post