মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে অনুমোদনহীন ও প্রতারণামূলক লটারির টিকিট বিক্রির অপরাধে তিন ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় অবৈধ লটারি বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।
রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, গত বেশ কয়েকদিন ধরে হাটহাজারীর বিভিন্নস্থানে সিএনজিচালিত অটোরিকশা যোগে মাইকিং করে অনুমোদনহীন লটারির টিকিট বিক্রয়ের মাধ্যমে সহজসরল মানুষদের সাথে প্রতারণা করে আসছিলো। ঘটনার দিনও উপজেলার মেখল ইউনিয়নের আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল ও মোহাম্মদ রাশেদ নামের তিন ব্যক্তি সিএনজি চালিত তিনটি অটোরিকশা যোগে মাইকিং করে লটারি বিক্রয় করছিলো। এসময় তাদের আটক করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ও সিএনজি ৩টি আটক হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের বলেন, যেকোন প্রকার প্রতারণামূলক লটারি ও বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। এবিষয়ে ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post