মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম ছাফা মারওয়া (০৪)।
বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকেলের দিকে উপজেলার মেখল ইউনিয়নের কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার আব্দুস সবুর বাড়ির সালাউদ্দিনের কন্যা ছাফা মারওয়া খেলতে গিয়ে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে প্রান হারায়। একপর্যায়ে ওই শিশুকে পরিবারের লোকজন আশেপাশে না দেখে চারিদিকে খোঁজ করতে থাকে। দীর্ঘক্ষণ পর পাশের ওই পুকুরে মিশু মারওয়াকে ভাসতে দেখলে স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট এলাকা ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post