চট্টগ্রামের হাটহাজারী সার্কেল এর নবাগত অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান এবং হাটহাজারী মডেল থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান এর সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ জুলাই) রাতে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি’র কার্যালয়ে পৃথক পৃথক সময়ে উক্ত মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আমীর হোসেন, উপ-পরিদর্শক আব্দুল গোফরান। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কেশব কুমার বড়ুয়া, সহ-সভাপতি মো. হোসেন, সাধারণ সম্পাদক মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম পারভেজ, দপ্তর সম্পাদক মো. আবু তালেব, নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম শিমুল, সদস্য মো. আজিজুল ইসলাম, মো. আলাউদ্দীন এবং একেএম নাজিম।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও মহাসড়কে যানজটসহ সব অপরাধ কমে আসবে। নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ভূমিদস্যসহ নানা অপরাধ দমনে তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল হাটহাজারী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার ও ২২ জুন হাটহাজারী মডেল থানার ওসি কর্মস্থলে যোগদান করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৮,২০২৩//

Discussion about this post