জে.জাহেদ, চট্টগ্রাম : একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের সামাজিক সংগঠন “কর্ণফুলী এন্টারপ্রাইজ”। যে সংগঠনটির বেশিরভাগ সদস্য কৃষক, দিনমজুর, সাম্পান মাঝি ও পোশাক শ্রমিক। বছর শেষে যাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও জমানো টাকা মুখে হাসি ফুটিয়ে তুলেছে।
সংগঠনের নেতারা প্রতি ঈদের মতো এবারও সদস্যদের হাতে তুলে দিয়েছেন ১২ হাজার করে নগদ টাকা।
এতেই ১৭০ পরিবারের মাঝে ছড়িয়ে পড়েছে ঈদ আনন্দ ও আমেজ। হঠাৎ চমকপ্রদ এই উদ্যোগে “কর্ণফুলী এন্টারপ্রাইজ’ এর প্রশংসা এখন জুলধা ডাঙ্গারচরের সাধারণ মানুষের মুখে মুখে। একদল খেটে খাওয়া মানুষের ভরসা এখন এই সামাজিক সংগঠন।
গিয়াস উদ্দিন নামক এক সদস্য তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কদিন পরেই ঈদ। পকেটে কোন টাকা পয়সা ছিলনা। কপালে চাপা কষ্টের ভাঁজ ভর করেছিলো। বাসায় ছোট্ট মেয়েটির বায়না। ঈদে নতুন জামা চাই। কিন্তু কালকে সংগঠন থেকে ১২ হাজার টাকা হাতে পেয়ে হঠাৎ নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। কেননা, এই সংগঠনটির সভাপতির স্বচ্ছতাই আমাদের ১৭০ পরিবারের আবেগ ও বিশ্বাস।’
সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম হৃদয় বলেন, ‘ব্যতিক্রমী এই উদ্যোগটি বিগত ৯ বছর ধরে আমরা পালন করছি। এছাড়াও আমাদের উদ্যোগে এলাকার রাস্তা-ঘাট মেরামত, গরীব পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, অসুস্থ্য মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক নানা দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা করছি। যার সাহস যুগিয়েছেন কর্ণফুলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ হায়দার আলী রনি ভাই।’
গত মঙ্গলবার আয়োজিত ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সাধারণ সম্পাদক মোঃ আব্বাস, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, অর্থ সম্পাদক আলী আহমদ, নজির আহমদ, জামাল হোসেন রনি, মোঃ মুছা, ফখরুল ইসলাম, শেখ আহমদ, মনির আহমদ, কপিল উদ্দিন, নুরুল ইসলাম, কায়সার উদ্দিন রিপন, মোঃ সাইদুল আলম, মোঃ আজাদ, মোঃ সোহেল, আনসার আলী, মোঃ হারুন, মোঃ রুবেল, সাইফুল ইসলাম জাম্বু, মোঃ ইকবাল, মোঃ রাসেল, মোঃ ইয়াসিন, মোঃ নওশাদ, মোঃ আকবর, মোঃ হৃদয়, মোঃ আরমান প্রমূখ। প্রতিবারের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে মোনাজাতের মাধ্যমে দোয়া চাওয়া হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালে “কর্ণফুলী এন্টারপ্রাইজ” নামক সংগঠনটির শুরু হয় সদস্যদের মাসিক চাঁদায়। পাশাপাশি জুলধা বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সেখানে ব্যবহৃত ফার্নেস ওয়েল সংগ্রহ করে হাত বদল করেন। এতেই দুয়েক টাকার লভ্যাংশ জমা হয় সংগঠনের তহবিলে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post