এই লেখাটির ধরন হবে রাজনৈতিক। লেখাটা লেখেছেন জাতীয় পর্যায়ের সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান।

এই লেখায় তিনি ১৯৬০ সাল পরবর্তী সময়ের রাজনৈতিক ঘটনাবলী তুলে ধরেছেন। এতে থাকবে সমসাময়িক সময়ের রাজনৈতিক নেতাদের সমালোচনা।
তার লেখাটি দৈনিক দেশতথ্যের ওয়েব প্রিন্ট ও ই-পেপার এডিশনে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। তিনি কার সম্পর্কে কি বলেছেন তা জানতে দৈনিক দেশতথ্যের ওয়েবসাইট ভিজিট করুন। এখানেই আছে ই-পেপার লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেই তার লেখা দেখতে পাবেন।
দৈনিক দেশ তথ্যের ওয়েব এড্রেস: www.daiydeshtottoh.com
দৈনিক দেশতথ্যের ই-পেপার এড্রেস:
আব্দুল বারী, সম্পাদক , দৈনিক দেশতথ্য

Discussion about this post