ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আন্ত:জেলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও আবাসিক ফুটবল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ খেলায় জেলার ৬ উপজেলার ৬ টি ও ২ টি ক্লাবের মোট ৮ টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দীক, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। খেলা শেষে ২৪ জন খেলোয়াড় নিয়ে ৫ দিন ব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//১৬.০২.২০২২//

Discussion about this post