নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাংগা গ্রাম থেকে প্রায় ১ মাস ধরে আবাদী জমি খননের মাটি নিয়ে যাওয়া হচ্ছে ঝিনাইদহ ইট ভাটায়।এই কার্যক্রম চলছে প্রায় একমাস ধরে । ইবাদত থানার সোনাইডাংগা গ্রামের পর লালন তৈল পাম্পে এর হাইওয়ে রাস্তা পার হয়ে গজনবীপুর, উজানগ্রাম, হাতিয়া, ঝাউদিয়া পার হয়ে যাচ্ছে ঝিনাইদহ ইট ভাটায়। কিন্তু ১ মাসেও কারোর টনক নরছে না। চোখে পড়ে না কোন উর্ধ্বতন কর্মকর্তাদের।
এইদিকে যে রাস্তা গুলোতে সকালে মা,বোনেরা হাটাহাটি করতো,শীতের সকালে শরীর ঠিক রাখার জন্য, এখন একটা পিপড়াও চলতে ভয় পায় এই রাস্তায়।গ্রামের ছোট, ছোট বাচ্চাদের পায়ে শিকল বেধে রুমে আটকে রেখেছে তার বাবা মায়েরা। গ্রামের মানুষ গুলো অতিষ্ট।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post