কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় মহিষের গাড়ি ও ঘোড়ার গাড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর চরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দয়ারামপুর সর্দারপাড়া যুব সংঘের আয়োজনে ইকবাল সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আজম হান্নান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন থানার সাব ইন্সপেক্টর নজরুল ইসলাম, খাইরুল ইসলাম প্রমুখ। দৌড় প্রতিযোগিতায় ঘোড়ার গাড়ি ৪ টা ও মহিষের গাড়ি ৪ টা অংশ গ্রহণ করে। এবং দয়ারামপুরের সাহেব সর্দার মহিষের গাড়ি নিয়ে প্রথম ও একই গ্রামের আকাশ ইসলাম ঘোড়ার গাড়ি নিয়ে দ্বিতীয় হয়েছেন। প্রতিযোগীতায় প্রথম পুরস্কার সোফাসেট, দ্বিতীয় পুরস্কার খাট ছাড়াও অংশ গ্রহণকারী প্রতিটি দলকে শান্তনা পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি ফারুক আজম হান্নান বলেন , গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা বিলুপ্ত প্রায়। এখন ঘোড়া ও মহিষের গাড়ি তেমন দেখা যায়না। পুরাতন ঐতিহ্য ধরে রাখতে তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছেন।
এবি//দৈনিক দেশতথ্য//২৬ ফেব্রুয়ারী,২০২২//

Discussion about this post