বকুল চৌধুরী, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর গড়ের মাঠে ২ কোটি ৪৯লাখ ৯২হাজার ১শ৯৯ টাকা ব্যায় ব্রিজ নির্মানের বরাদ্ধ করা হয়। গত ১২ই ফেব্রয়ারী ২০২০ কুমারখালী জি.সি টু গোপগ্রাম জি.সি. সড়কে ২৫মিটার দৈর্ঘ্য ও প্রস্থ ৭দশমিক ৩ মিটার পিসি গার্ড়ার ব্রিজ নির্মাণ টেন্ডারের মাধ্যেমে কাজটি পায় নড়াইল জেলায় লোহাগড়া ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস নুর কন্সট্যাকশন। ব্রিজের কাজ পাওয়ার পর ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেরা কাজ না করে তা কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাউজিং এর জনৈক ঠিকাদারের কাছে অবৈধ ভাবে বিক্রয় করে দেয়। ব্রিজ নির্মাণ কাজটি বিভিন্ন অনিয়মের মধ্যে দিয়ে নির্মাণ কাজের এখন পর্যন্ত মাত্র ব্রিজের পাঠ বা ক্যানেলে ঢালায় সম্পন্ন হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানে বর্তমানে ১০০ভাগ কাজ করার কথা থাকলে তারা ৬০ভাগ নির্মান করেছে।ঠিকাদার প্রতিষ্ঠাকে এলজিইডি কর্তৃপক্ষ ৮বার চিঠি দিয়েছে কাজটি বাতিলের। এই ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠান ঐসব চিঠির কোনো উত্তর দেয়নি। উক্ত ব্রিজের সঠিক ভাবে কাজ না করায় এবং কাজের মেয়াদ সমাপ্ত হলেও নির্মাণ কাজের না হওয়ায় কুষ্টিয়া- ৪ , জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ কাজের মান ও সঠিক সময়ে শেষ না হাওয়াায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ব্রিজ নির্মান কাজ শেষ করার নিদের্শ দেন এল.জি.ডির কর্তৃপক্ষকে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post