সোমবার (১৪ মার্চ) দিনব্যাপী ফেয়ার কার্যালয়ে কুষ্টিয়া জেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থার নির্বাহী প্রধানদের সাথে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক (সিনিয়র সচিব) হেদায়েতুল্লাহ আল মামুন। ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় কুষ্টিয়া জেলাতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে কর্মরত ১৭ টি সহযোগী সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান সূচনা বক্তব্যে বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর মাধ্যমে কুষ্টিয়া অঞ্চলের প্রান্তিক মানুষেরা আর্থিক এবং সামাজিকভাবে উপকৃত হচ্ছে। তিনি এনজিওদের তহবিলের পরিমাণ বাড়ানোর জন্য চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করেন। এনজিও প্রধানগণ তাদের বক্তব্যে সংস্থার স্থায়ীত্বশীলতা ও প্রকল্পের গতিশীলতা আনয়নে স্থায়ী স্টাফ, দুইটি প্রকল্পের মাঝে সময় কমিয়ে আনা, তহবিলের পরিমাণ বৃদ্ধিসহ আরো বেশকিছু সুপারিশ তুলে ধরেন আজকের প্রধান অতিথির কাছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন বর্তমানে নাানাবিধ চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন এখন ক্লাস্টারভিত্তিক প্রকল্প দেওয়া হচ্ছে, আগামীতে এনজিওদের একটি আমব্রেলাভুক্ত করে সহযোগিতা করার চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি আরো বলেন আপনাদের সুপারিশগুলোর মধ্যে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো যাতে বাস্তবায়ন করা হয় তার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
এবি/দৈনিক দেশতথ্য//মার্চ ১৩, ২০২২//

Discussion about this post