স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির উদ্যোগে আগামী ২১ মার্চ বিকেএসপি’র খেলোয়াড় বাছাই করা হবে । ২১ মার্চ কুষ্টিয়া স্টেডিয়ামে মেহেরপুর জেলার কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিকেএসপি তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই ২০২২ এর নাম রেজিস্ট্রেশন এর জন্য বিকেএসপি কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে। ০৮ -১৪ বছর পর্যন্ত শিশুরা www. BkSP.gov.bd – নাম রেজিস্ট্রেশন করা যাবে। প্রয়োজনে 0198940 6964 /0191 83 20 21
যোগাযোগ করে নাম রেজিস্ট্রেশন করা যাবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post