মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা’র শ্যামনগরে বীরমুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় ভূক্তভোগী মুক্তিযোদ্ধা ও স্বজনরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন।
তারা অভিযোগ করে বলেন,শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী এলাকায় বীরমুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমানের পরিবার সাড়ে ১৬ শতাংশ জমি ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছেন। সম্প্রতি জমিটি দখলের পাঁয়তারা করেন স্থানীয় আইয়ুব আলী ও তার সহযোগীরা।
এ ব্যাপারে মুক্তিযুদ্ধের লুৎফর ফকির তার অভিযোগ বলেন,অভিযুক্তরা স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনে সহ ২০-৩০ জন ভাড়াটিয়া লোক নিয়ে ওই জমি দখল করে নেয়। তাদের অপতৎপরতা ও ভয়ভীতি দেখানোর কারণে ভূক্তভোগী মুক্তিযুদ্ধা পরিবার পালিয়ে যান।
মানববন্ধনে অংশ নেয়া উপজেলার মুক্তিযোদ্ধারা ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জমি জবর দখল মুক্ত ও দখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।
মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলমুক্ত ও দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//১১ এপ্রিল,২০২২//

Discussion about this post