নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার শহরের দিশা টাওয়ারে সকল শ্রেনী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার খায়রুল আলম, জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, জিপি এ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুম, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার
ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।
প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের
সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া
প্রেসক্লাব কেপিসি’র সভাপতি হাজ্বী রাশেদুল ইসলাম বিপ্লব ও পরিচালনা
করেন প্রেসক্লাব কেপিসি’র সাধারণ সম্পাদক সোহেল রানা। এসময় প্রধান
অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, বর্তমান মিডিয়াবান্ধব
সরকার সাংবাদিকদের কল্যানে যা করেছে তা পূর্বের কোন সরকার করেনি।
সাংবাদিক কল্যান ট্রাস্ট, গণমাধ্যম কর্মী আইন, নবম ওয়েজ বোর্ড
বাস্তবায়ন সহ নানাবিধ কল্যান মূখী উদ্যোগ গ্রহণ করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সাংবাদিকরা জাতির
বিবেক, সমাজের দর্পন। সত্য সংবাদ সমাজের এবং রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে
আনে। প্রত্যেক সাংবাদিককে অনুসন্ধানী এবং সত্য সংবাদ তুলে ধরতে হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post