স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচারি টুর্নামেন্টে লক্ষ্যভেদের লড়াইয়ে আগামীকাল মাঠে নামবেন রোমান-দিয়ারা। ইরাকের সোলেমানিয়ায় বাংলাদেশ সময় দুপুরে শুরু হবে এই লড়াই। রিকার্ভ, কম্পাউন্ড দুটো ইভেন্টেরই ম্যাচ আছে আগামীকাল।
আরচ্যারি দল থাইল্যান্ডে তেমন ভালো পারফরম্যান্স করতে পারেনি। এই প্রতিযোগিতায় আরচ্যারদের সেরাটা দেয়ার লক্ষ্য। দুই দিন ইরাকে ভালোমতো অনুশীলন করেছেন মার্টিনের শিষ্যরা।
প্রতিযোগিতায় রিকার্ভ ডিসিপ্লিনে রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, আবদুর রহমান আলিফ, দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায় লড়বেন। আর কম্পাউন্ড ডিসিপ্লিনে লড়বেন নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান, মোহাম্মদ আশিকুজ্জামান, শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাস। এবারের আসরে বাংলাদেশ থেকে সর্বাধিক পাঁচজন টেকনিক্যাল অফিসিয়াল মনোনীত হয়েছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post