মোঃ ছালাহউদ্দিন,মনপুরা(ভোলা)সংবাদদাতা : ভোলার মনপুরার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিনের আনন্দ বাজারে আগুনে ১২টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার বেশী ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা ব্যবসায়ীরা।
আগুনে পুড়ে আনন্দ বাজারের ব্যাবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে জেনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এই অনাকাঙ্খিত ঘটনায় গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত ১২ ব্যাবসায়ীদের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় আনন্দ বাজারে এমপি জ্যাকবের পক্ষে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের মাঝে অনুদানের টাকা বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সিরাজ কাজী,উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি আবুল কাশেম মেম্বার, আনন্দ বাজার কমিটির সভাপতি মোঃ মহিবুল্লাহ, ইউপি সদস্য মোঃ সোহেল প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post