কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফুল ইসলামের নকল সিগারেট তৈরি কারখানা ও গুদামে নকল সিগারেটওমাদক উদ্ধার করেছে র্যাব । এসময় অভিযান অসমাপ্ত থাকায় ওই কারখানা ও গুদামে সিলগালা করে দেন কাষ্টমস বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডর স্কোয়ড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৭নং সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের স্বত্ত্বাধিন সাগরখালী এগ্রো ইন্ডাস্ট্রিজ নামক নকল সিগারেট তৈরি কারখানার সন্ধান পাই। তারপর কাস্টমস ও ভ্যাট এক্সাইজ বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে তল্লাসীতে নামে। এসময় সেখানে যা কিছু পাওয়া যায় তার সবই ছিলো অবৈধ ও দখলে রাখা বে-আইনী।
এবিষয়ে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মহা. পারভেজ আল জামান তিনি বলেন আমরা খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান চালিযেছি। সেখান থেকে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা পর্যবেক্ষন শেষে এঘটনায় সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে এবিষয়ে ওই ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা আশরাফুল ইসলামের মুঠোফোনে কল করলে তিনি তা রিসিভ করেননি। মুঠোফোনে কলরিসিভের অনুরোধ জানিয়ে খুদে বার্তা দিয়েও কোন সারা পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post