মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারে করোনা প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে সদর উপজেলায় এডাবের সহযোগী সংগঠন ম্যাক বাংলাদেশের আয়োজনে করোনা প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বর্ণালী দাশ ।
ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এম,এ হামিদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সুমাইয়া আক্তার, ডা: শান্তা সাহা।
এ সময়ে এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার, আইএফসি রোকসানা আক্তার, রেডিও পল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মেহেদী হাসান, ইউসুফ, আহসান হাবিব টিপু, এহসানা চৌদুরী, জাহাঙ্গীর হোসেন, রোজিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য/১১ আগষ্ট-২০২২

Discussion about this post