ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত পৌনে দুইটার দিকে ধোবাউড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাজারের একটি তুলার দোকানে আগুন লেগেছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আগুনে পুড়ে যায় সামিয়া ফ্যাশন, সুনিল পার্থের ইলেকট্রনিক্স দোকান, শুকনা মাছের আড়ত ও তুলার দোকানসহ মোট আটটি দোকান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি তাদের ৬০ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post