জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বইপ্রেমীদের জন্য চালু করা হয়েছে বাসস্ট্যান্ড অনু পাঠাগার। আজ সকালে কোটালীপাড়া বাসস্ট্যান্ডের দিগন্ত পরিবহন ও স্টার এক্সপ্রেস কাউন্টারে এই পাঠাগারের উদ্বোধন করেন কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ।
এ সময় কথাসাহিত্যিক ও কাস্টমস এর অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কবি মিন্টু রায়, ডাঃ তপতী মন্ডল, ডাঃ তরুণ কান্তি বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সারওয়ার হোসেন তালুকদার, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম, টিম লিডার জোবায়ের রিফাতসহ জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুটি অনু পাঠাগারের বুক সেলফে জ্ঞানের আলো পাঠাগার বিভিন্ন ধরনের দুই শতাধিক বই রেখেছে।
উদ্বোধন শেষে কোটালীপাড়ার পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ বলেন, বাসস্ট্যান্ড অনু পাঠাগার জ্ঞানের আলো পাঠাগারের একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর ফলে বাসের জন্য অপেক্ষাকালীন সময় যাত্রীরা বই পড়ে সময় কাটানোর পাশাপাশি জ্ঞান অর্জন করতে পারবে।
কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস বলেন, জ্ঞানের আলো পাঠাগার সকলের মনের আলোতে পরিণত হয়েছে। এই উদ্যোগের ফলে মানুষের মাঝে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে।
দুটি বাস কাউন্টারে এই পাঠাগার স্থাপনের পরই দেখা যায় বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীরা এখান থেকে বই নিয়ে পড়া শুরু করেন।
বাসযাত্রী কল্পনা মল্লিক বলেন, বাসস্ট্যান্ডের ভিতর পাঠাগার এটা আমার প্রথম অভিজ্ঞতা। এখান থেক বিনামূল্যে বিভিন্ন ধরনের বই পড়ে আমরা সময় কাটাতে পারবো।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবং বর্তমান প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন।
দেশতথ্য//জা//০৬-১০-২০২২//

Discussion about this post