সুনামগঞ্জ প্রতিনিধি : করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় আমেরিকার নিউইয়র্ক পুলিশের অফিসার সুনামগঞ্জের কৃতি সন্তান ও সাবেক ছাত্রলীগ নেতা নিয়ন চৌধুরী কল্লোলকে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ নূর আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্দু চৌধুরী বাবুল, জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আল-হেলাল,সেলিম আহমেদ তালুকদার,সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র মিঠু,সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পীর,শাহজাহান চৌধুরী,প্রভাষক মশিউর রহমান,ব্যাংকার আশরাফ হোসেন লিটন, সাংবাদিক এমরানুল হক চৌধুরী ও শামস শামীম প্রমুখ।
অনুষ্ঠানে নিয়ন চৌধুরী কল্লোল বলেন, আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি যারা এখানে এসেছেন,আমি অবাক হয়েছি এমন আয়োজন দেখে,আজকের আয়োজন আমাকে অনেক পিছনে নিয়ে গেছে,বাবা থাকলে আজকে এই অনুষ্ঠান দেখে তিনি অনেক খুশি হতেন। এ শহরের রিকশা শ্রমিক থেকে সব রকমের মানুষের সাথে আমার পরিচয় আছে, আমি এই শহরেই বড় হয়েছি।
তিনি আরো বলেন, এখানকার স্কুল কলেজে লেখাপড়া করেছি। ছাত্রলীগ করার কারণে আমার বাবাকে সুনামগঞ্জ থেকে রাঙ্গামাটিতে স্ট্যান্ডরিলিজ করা হয়েছিল। কিন্তু সেই শাস্তিমূলক বদলী আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি সেখান থেকেও সুনামগঞ্জে ছুটে আসতাম ছাত্রলীগের জন্য। পরে আমেরিকায় গিয়ে সেখানে অধ্যয়নের ধারাবাহিকতায় চাকরিতে প্রবেশ করলেও মা মাটি মানুষের কথা ভূলতে পারিনি। আমি সবসময় সুনামগঞ্জের মানুষের সাথে রয়েছি, যেকোন প্রয়োজনে আপনারা আমাকে পাবেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, নিয়ন চৌধুরী কল্লোল বাংলাদেশের গর্ব,তথা সুনামগঞ্জের গর্ব। আমরা উনার ব্যাপারে অনেক কিছু জানলাম, উনার পরিবার উনার বাবা সম্পর্কে অনেক অজানা কিছু জানলাম।
আলোচনা শেষে নিউইয়র্ক পুলিশের অফিসার সুনামগঞ্জের কৃতি সন্তান নিয়ন চৌধুরী কল্লোলকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
জেলা আওয়ামীলীগ নেতা করুনাসিন্ধু চৌধুরী বাবুল বলেন,কল্লোল আমাদের হাতে গড়া ছাত্রলীগের কর্মী। তার মধ্যে দক্ষ সাংগঠনিক প্রতিভা ছিল। ছাত্রলীগের জন্য তাকে অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে। এরপরও জাতির জনকের আদর্শ থেকে সে বিচ্যূত হয়নি।
সভায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল-হেলাল বলেন, কালনী কুশিয়ারার শাখা নদী ধারাইন নদীর তীরে গড়ে উঠা ছোট্ট দ্বীপের জনপদ শাল্লা থানা। এডভোকেট আব্দুল মতিন চৌধুরী ও অধ্যাপক বিধূভূষন চৌধুরী। যারা শাল্লা উপজেলার সম্ভ্রান্ত ও সুশিক্ষিত পরিবারের প্রবাদ পুরুষ। এই শাল্লা থানার আরেক কৃতিসন্তান ড. রাধারমন বৈষ্ণব আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের চিকিৎসক ছিলেন।
সভাপতির বক্তৃতায় সাংবাদিক লতিফুর রহমান রাজু প্রবাসী সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু ও সংবর্ধিত নিয়ন চৌধুরী কল্লোলের নানা অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post