শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। একই
ঘটনায় গুরুতর আহত হয়ে অপর আরোহী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মনিরামপুর কলেজের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামের মোঃ আইয়ুব আলী মোড়লের ছেলে মোঃ মাসুদ রানা একই গ্রামের আলী হাসানের ছেলে রাকিবুল ইসলামকে সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যায় যশোরে মোটরসাইকেলের মালামাল কিনতে যান। মালামাল কিনে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা
হয়ে রাত আনুমানিক ১১টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের মনিরামপুর কলেজের সামনে পৌঁছালে চুকনগর থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়। গুরুতর আহত অবস্থায় রাকিবুল
ইসলামকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
এদিকে ঘাতক ট্রাকটি তাদেরকে চাপা দিয়েই পালিয়ে যায়। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে মাসুদ রানার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post