চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারায় অদ্রিতা দাস (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে বৈরাগ ৭ নম্বর ওয়ার্ড খানাবাড়ী এলাকার আবুর ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর্জা মুহাম্মদ হাসান ও বৈরাগ ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অদ্রিতা বারশত ইউনিয়নের সুমন দাসের মেয়ে। তার স্বামী টিপু দাস সে প্রবাসী বলে জানা গেছে। এবং চট্টগ্রামের রাউজানে নিহত গৃহবধূর শুশুর বাড়ি বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওসি বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থা ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post