মৌলভীবাজারের জুড়িতে বিজিবি কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধারের পর তা নিলামে বিক্রি করা হয়েছে। বিজিবি সূত্রের বরাতে জানা যায় যে, গত শুক্রবার রাত ৪ টার দিকে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচার হওয়ার সময় শিলুয়া কচুয়া চা বাগান নামক স্থান থেকে বিজিবি’র বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি এর নেতৃত্বে বাচ্চাসহ ৯ টি মহিষ আটক করা হয়। শনিবার শিলুয়া বিওপি ক্যাম্পে উন্মুক্ত নিলামে মহিষগুলো ৭ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়। নিলাম প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন শিলুয়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার সোলেমান আলী, জুড়ী রাজস্ব অফিসের সহকারী কর্মকর্তা দেবাশীষ দাস দিপন। বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২) এর লেফটেনেন্ট কর্নেল মহিব্বুল ইসলাম খাঁন পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮০৪/এম এবং ১৮০৫/এম মধ্যবর্তী স্থানে অংশ নিয়ে মহিষগুলো আটক করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এবি //দৈনিক দেশতথ্য//এপ্রিল ৩০,২০২৩//

Discussion about this post