চট্টগ্রাম প্রতিনিধি
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী আলিম উদ্দিন স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনামিকা পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।
সভায় প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পর্ষদের অভিভাবক ও প্রতিনিধি সদস্যরাও মতামত ব্যক্ত করেন।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক জেসমিন আক্তার মায়া, রাশেদা আক্তার,সালমা আক্তার, প্রণব চন্দ্র দাস,সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম (হুজুর), রোকেয়া আক্তার,আল আমিন,রিতা আক্তার, আরিফুল ইসলাম, শারমিন আক্তার,তামান্না ইয়াছমিন,শিমূল আক্তার,মাসুদা ফারুকী, ফারজানা আক্তার,তানিয়া আক্তার প্রমুখ।
সভায় শিক্ষার মানোন্নয়ন ছাড়াও নির্বাচনী পরীক্ষা সংক্রান্ত সরকারী নির্দেশনা অবহিত করণের লক্ষ্যেও বিশদ আলোচনা করা হয়।
এতে বক্তারা বলেন, শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকরা যেন খেয়াল রাখেন। ডেঙ্গু প্রতিরোধে অভিভাবকদের সচেতন ছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানো যায় সেদিকে নজর রাখার কথা জানানো হয়।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post