শোকের মাস আগস্টে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া- জেইউকে গতকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান
কামাল, দপ্তর সম্পাদক সেবীকা রানী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫,২০২৩//

Discussion about this post