কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পদ্না নদীর তালবাড়ীয়া-রানা খাড়িয়া এলাকায় থেকে অবৈধ ভাবে ইলিশ মাছ ধরার সময় চার হাজার ৪০০০মিটার কারেন্ট জাল ও চায়না দোয়ার জাল ১২ পিস উদ্ধার করে, তবে নৌকা নিয়ে জেলেরা পালিয়ে যাওয়াতে তাদের আটক করতে পারেনি প্রশাসন।
৩০-১০-২০২৩ সোমবার সকালে আটক এবং দুপুরে এ অবৈধ জাল পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট জহুরুল ইসলাম, সহকারী কমিশনার ভ’মি হারুন-অর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। উপজেলা মৎস্য অফিসার শরিফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নযন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোজ, বি আর ডি বি কর্মকর্তা আবু রায়হান প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩০,২০২৩//

Discussion about this post