খুলনার পাইকগাছার কাশিমনগরে পুলিশের গাড়িকে লক্ষ করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ পুলিশ আহত হয়েছে।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল উদ্ধার করেছে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এদিকে পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কপিলমুনি সদরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি প্রতিবাদ মিছিল বের হয়।
পাইকগাছার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, আগমীকাল সোমবার বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচী সফল ও সরকার উৎখাৎ ষড়যন্ত্রের খবরে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম, এএসআই মতিউরের নের্তৃত্বে একদল পুলিশ পেট্টোল গাড়ি নিয়ে সীমান্তবতী পুলিশ চেকপোস্ট এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাশিমনগর নির্মানাধীন গ্রামীন মার্কেটের কাছে পৌছালে আকস্মিক অজ্ঞাত পরিচয় মুখোশধারী দূর্বৃত্তরা সংঘবদ্ধভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে ২টি ককটেল নিক্ষেপ করে। এসময় এসআই শাহজুল ইসলামসহ অন্তত ৩ জন পুলিশ আহত হয়।
ককটেল ও গুলির শব্দ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছান স্থানীয় কাশিমনগর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ রবিউল ইসলামসহ অনান্যরা। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ২/৩ জন পুলিশকে আহত অবস্থায় দেখেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তাজাসহ ৫টি ককটেল উদ্ধার করে বলেও জানান তিনি। এসময় তিনি বলেন, ঘটনার সময় বিদ্যুৎ ছিলনা।
ঘটনার শিকার পেট্টোল গাড়িতে ডিউটিরত এসআই শাহজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন। হরতাল সমর্থকরা তাদের পুলিশের গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপ করলে তিনিসহ ৩জন পুলিশ আহত হন। আত্নরক্ষার্থে তারা দূর্বৃত্তদের লক্ষ করে ৪ রাউন্ড গুলি বর্ষণ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ ছিলনা। আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
এরপর কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আগামীকাল সোমবার বিএনপি জোটের ডাকা অবরোধ কর্মসূচী বাস্তবায়ন ও সরকার উৎখাত ষড়যন্ত্র করছে খবরে পেট্টোল পুলিশ কাশিমনগর বাজার এলাকায় পৌছালে ঐ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানান তিনি। এসময় ২/৩ জন পুলিশ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ আত্নরক্ষার্থে অন্তত ৪ রাউন্ড গুলিবর্ষণ করলে দূর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post