বিএনপির অবরোধের মধ্যে রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাটে বোমা মেরে ট্রাকটিতে আগুন দেয় দূর্বৃত্তরা।
এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, রাজশাহী থেকে মাছের খাবার নিয়ে একটি পণ্যবাহী ট্রাক বাগমারার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার নন্দনহাট এলকায় পৌঁছালে ৫টি মোটরসাইকেলে এসে অবরোধ সমর্থকরা ট্রাকে হামলা করে। তারা ট্রাকে ভাংচুর করে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে চলে যায়।
ওসি বলেন, ট্রাকে তিনজন ছিলো। তারা সবাই ভয়ে দৌড়ে পাশের বিলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post