নগদ টাকা স্বর্ণালংকার চুরির অভিযোগ দায়ের করেছে স্বামী ফুল মিয়া।
টাঙ্গাইলের ভূঞাপুর থানায় উপজেলার গাবসারা ইউনিয়নের রুলিপাড়া গ্রামের মোঃ আয়ুব আলীর ছেলে মোঃ ফুল মিয়া( ৩৬) বাদী হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করে।
অভিযোগে জানা যায়, ফুল মিয়ার স্ত্রীর অনুরোধে ৭ লাখ টাকায় শ্বশুর বাড়িতে একটি টিনসেড বিল্ডিং নির্মাণ করে। সেখানে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিল। এক পর্যায়ে ঘর জামাই থাকা নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে কলহে জড়িয়ে পড়ে। সেখানে থাকতে না পেরে নিজ বাড়িতে স্ত্রীসহ ফিরে আসে ফুল মিয়া। গত ৭ নভেম্বর দুপুরে বাড়ীতে এসে দেখে স্ত্রী ঘরের নাই। খোঁজ নিয়ে জানা যায় স্ত্রী আনোয়ারা বেগম তার বাপের বাড়িতে কাউকে না বলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে চলে গেছে।
মোঃ ফুল মিয়া জানান , গত ৮ নভেম্বর ভূঞাপুর থানায় চুরির অভিযোগে স্ত্রীসহ ৩ জনকে আসামি করে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করি।
এ বিষয়ে ফুল মিয়ার শশুর আইনাল ফকির জনায়, মেয়ে আমার কাছে আসেনি। জানা গেছে গাজীপুরে আছে বাড়িতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার এস আই মোঃ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post