র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৭ অক্টোবর ২০২১ ইং তারিখ সময় রাত ০৭:৪০ ঘটিকায় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নওদা শামুকিয়া গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট-৫০ পিছ, যাহার আনুমানিক মূল্য ১২৫০০/-(বার হাজার পাঁচশত) টাকা, মোবাইল- ০১টি, সীম-০১ টি সহ ০১ জন আসামী ১। মোঃ টিপু মৃধা (৩৫), পিতা- মৃত আতিয়ার মৃধা, সাং- নওদা শামুকিয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Discussion about this post