চট্টগ্রামের হাটহাজারীর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ওই ইউপির রহিমপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেখল ইউনিয়নে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ এর সহযোগিতায় উক্ত পুরুষ্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঘাসফুল মেখল ইউনিয়নের সমন্বয়কারী মোহাম্মদ আরিফ।
এতে প্রধান অতিথি ছিলেন, মেখল ইউ পি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি ও দপ্তর সম্পাদক যথাক্রমে কেশব কুমার বড়ুয়া ও মোহাম্মদ আলাউদ্দীন, রহিমপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক মোঃ রেদোয়ান শাহ, স্থানীয় ইউ পির মহিলা মেম্বার যথাক্রমে সাজুয়ারা বেগম ও দিলোয়ারা বেগম।
অনুষ্ঠানে ৩৯ জন শিশু শিক্ষার্থী, ৩ জন অভিভাবক, ৩০ জন যুব নারী-পুরুষসহ সর্বমোট ৭২ জন কে পুরস্কৃত করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post