গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকায় মামার বাসা থেকে হালিমা জান্নাত মালিহা (২৪) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শিক্ষার্থী হালিমা জান্নাত মালিহা উপজেলার মহিপুরের কাপড় ব্যবসায়ী শহীদ মোল্লার মেয়ে। সে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদার এর ছেলে আল হাদী মোহাম্মদ আবির এর সাথে তার বিয়ে হয়। লেখাপড়ার সুবাদে পৌর শহরে তার মামা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মহিউদ্দিন মিলন তালুকদার এর বাসায় থেকে লেখাপড়া করতো। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থীর রুমের দরজা বন্ধ ছিল। সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়ার পর ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে পুলিশ।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post